বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বেবিচকের ভাড়া কমানোর আহ্বানে সাড়া দিচ্ছে এয়ারলাইনগুলো

আপডেট : ১৫ মে ২০২৫, ১০:৪৫ পিএম

উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জেট ফুয়েলের দাম কমাতে এয়ারলাইন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তার আহ্বানে সাড়া দিয়ে এয়ারলাইন কোম্পানিগুলো জানিয়েছে, ভাড়া কমাতে তারা পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার বিকেলে বেবিচক সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে এ আহ্বান জানান বেবিচক চেয়ারম্যান।

বৈঠকে তিনি বলেন, ‘জেট ফুয়েলের দাম কমার ফলে যাত্রীরা যেন ভাড়ার ক্ষেত্রে সুফল পায়, সে বিষয়টি নিশ্চিত করতে এয়ারলাইনগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।’

বৈঠকে উপস্থিত এয়ারলাইন কোম্পানির প্রতিনিধিরা বেবিচক চেয়ারম্যানের আহ্বানে সাড়া দিয়ে জানান, শিগগিরই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনালের কার্যক্রম আগামী ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। টার্মিনালের সব নির্মাণকাজ ও সেবামূলক কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে, যাতে দেশি-বিদেশি যাত্রীরা সর্বোচ্চ মানসম্পন্ন ও আধুনিক সেবা পেতে পারেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস), পরিচালকসহ (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) দেশি ও বিদেশি এয়ারলাইন্স কোম্পানিগুলোর উচ্চপদস্থ প্রতিনিধি ও কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত