বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারের ধাক্কা, যুবক নিখোঁজ

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:০২ পিএম

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে পিকনিকের ট্রলার ডুবে গেছে। এতে সুমন সিপাহী (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেণ। এ ঘটনায় অনেক রক্ষা পেলেও গুরুতর অবস্থায় একজনকে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন একই এলাকার কালু সিপাহীর ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৬ মে) বিকেলে ট্রলার ভ্রমণ পিকনিকের আয়োজন করে পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার যুবকরা। পরে ট্রলার ভাড়া করে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে তারা আনন্দ উপভোগ করেন। ট্রলারে ছিলেন প্রায় অর্ধশত মানুষ। রাতে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। এ সময় ট্রলারটি ডুবে গেলে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ জানান, ট্রলার ডুবির ঘটনায় আহত অবস্থা কয়েকজনকে হাসপাতালে আনা হয়। তবে এদের মধ্যে সাফিন মাতুব্বরের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাফিন সদর উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বাবুল মাতুব্বরের ছেলে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শেখ আহাদুজ্জামান জানান, ট্রলার দুর্ঘটনার খবর এলাকাবাসী জানিয়েছেন। রাতে উদ্ধার অভিযান চালানোর মতো যন্ত্রপাতি নেই। এ জন্য শনিবার (১৭ মে) ভোর থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত