শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

গফরগাঁওয়ে গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৫, ১২:০৫ পিএম

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনের বেলুন গলায় আটকে গিয়ে রাফসা নামে সাত মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মত্যু হয়েছে। সোমবার (১৯মে) রাত ৮টায় উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চারিপাড়া গ্রামের রনি মিয়ার বড় ছেলে ইনানের চতুর্থ জন্মদিন ছিল সোমবার (১৯ মে)।

রনি মিয়া তার ছোট কন্যা শিশু রাফসাকে খাটে রেখে সামনে কয়েকটি বেলুন দিয়ে ঘর সাজাতে থাকেন। এ সময় রাফসা একটা বেলুন মুখের পুরে দিলে গলায় আটকে যায়। খোঁজ পেয়ে প্রথমে বেলুনটি বের করার চেষ্টা করেন। কিন্তু বের করতে না পারায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ায় পথে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব হোসেন বলেন, শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত