রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নৈপুণ্য নয় সৌম্যর ইনজুরিতে দলে ঢুকলেন মিরাজ

আপডেট : ২২ মে ২০২৫, ০৪:৫৯ পিএম

টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিপিএল। যার সবশেষ আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরের বছর বিশ্বকাপ মাথায় রেখে লিটন দাসের নেতৃত্বে জাতীয় দলের টি-টোয়েন্টি অভিযানের প্রথম পর্বে মিরাজ জায়গা পাননি স্কোয়াডে। বিপিএল নৈপুণ্য কাজে না লাগলেও সৌম্য সরকারের ইনজুরি অবশেষে দরজা খুলে দিয়েছে মিরাজের জন্য। তিন ম্যাচের পাকিস্তান সিরিজে সৌম্যর জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।

এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য লাহোরেই রয়েছেন মিরাজ। সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের সঙ্গে লাহোর কালান্দার্স দলে ভেড়ায় তাকেও। আজ এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে যথেষ্ট।

আমিরাত সফরে দলে থাকলেও কোনো ম্যাচের একাদশে ছিলেন না সৌম্য। ডানপাশে লোয়ার ব্যাকপেইনে ভুগছেন তিনি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘সৌম্যর অন্তত ১০-১২ দিন সময় লাগবে এই অবস্থা থেকে সেড়ে উঠতে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত