শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নেশনস লিগের শিরোপা জিতল রোনালদোর পর্তুগাল

আপডেট : ০৯ জুন ২০২৫, ০২:৫৭ পিএম

স্পেনকে হারিয়ে নেশনস লিগের শিরোপা জিতে নিল পর্তুগাল। ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে ৫–৩ গোলে স্পেনকে হারিয়ে প্রথম দল হিসেবে একাধিকবার উয়েফা নেশনস লিগ জিতল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। গোল করেছেন সিআর সেভেন। এর আগে ২০১৯ সালে নেশনস লিগের প্রথম আসরে নেদারল্যান্ডসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

রবিবার রাতে আলিয়াঞ্জ অ‍্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে একদিকে ছিলেন ৪০ বছর বয়সী, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো। আর অন্যদিকে স্পেনের কিশোর বিস্ময় লামিনে ইয়ামাল। তবে ইয়ামাল এদিন নিজের ছায়া হয়েই ছিলেন। খুব একটা সুবিধা করতে পারেননি। তবে রোনালদো ঠিকই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩৮তম গোলটি করতে ভুল করেননি।

২১ মিনিটে মার্তিন জুবিমেন্দির গোলে এগিয়ে যায় স্পেন। ৫ মিনিট পর নুনো মেন্দেজের গোলে পর্তুগিজরা সমতায় ফেরে। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্পেনকে আবার এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। কিন্তু ৬১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো দারুণ হেড থেকে পর্তুগালকে আবারও সমতায় ফেরান। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় উত্তেজনাকর টাইব্রেকারে।

পেনাল্টি শ্যুট আউট থেকে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। পঞ্চম শটে নেভেস গোল করতেই পর্তুগালের জয় নিশ্চিত হয়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত