রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মির্জা ফখরুল

লন্ডনের বৈঠক সফল, গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছি

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দপূর্ণ। বৈঠকে প্রধান উপদেষ্টা আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজনে সম্মত হয়েছেন। এই সিদ্ধান্তে গোটা জাতি আজ আনন্দিত।

শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, লন্ডনের বৈঠক সফল হয়েছে। ১৫ বছর পর আমরা গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে গোটা জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছিল।  আমরা আগেই বলেছিলাম এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আল্লাহর অশেষ মেহেরবানীতে বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমান আবারও প্রমাণ করলেন তার মধ্যে রাষ্ট্রনায়কের গুণ রয়েছে। এটা এমন একটি বৈঠক ছিল যার জন্য গোটা জাতি উদ্বিগ্ন ছিল। সেই বৈঠকে তিনি সফল হয়েছেন। আমি আমার পক্ষ থেকে, দলের নেতাকর্মীর পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত