বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:০৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে পানিতে ডুবে রোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শিশু রোহান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে। 

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে খেলতে থাকে এর কিছুক্ষণ পর টিউবওয়েল সংলগ্ন ডোবায় ভাসতে দেখা যায় রোহানকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত