বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইরানে ইসরায়েলি হামলায় বাংলাদেশের নিন্দা

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৪৯ পিএম

ইরানে রাজধানী তেহরানে ইসরায়েলের ভয়াবহ সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। এ হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন। এর মাধ্যমে আঞ্চলিক ও বিশ্বশান্তির ওপর ঝুঁকি তৈরি হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে এর প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার অনুরোধ করছে যা চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরো ঘনীভূত করতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে স্থিতিশীল মধ্যপ্রাচ্যের পক্ষে একযোগে পদক্ষেপ গ্রহণ এবং একই সঙ্গে কূটনীতি ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী টেকসই শান্তির উপায় অবলম্বনের আহ্বান জানায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত