অস্ট্রেলিয়াকে হারিয়ে চোকার্স তকমা ঘুঁচিয়ে ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর দুদিন পরেই শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে খেলতে নেমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্রের শুরু করবে বাংলাদেশ।
শান্তরা এরই মধ্যে পৌঁছে গিয়েছেন লঙ্কায়। শুরু করেছেন প্রস্তুতি। কিন্তু জানতেন না প্রতিপক্ষ তাবুতে থাকবেন কোন মুখগুলো। অবশেষ আজ রবিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। গলে আগামী ১৭ জুন থেকে শুরু হবে এ টেস্টটি। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই টেস্টের জন্য জাতীয় দল নির্বাচক কমিটি ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
প্রত্যাশামাফিক ধনঞ্জয়া ডি সিলভার কাঁধেই রয়েছে লঙ্কানদের নেতৃত্বের ভার। এই টেস্টটি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন সাবেক অধিনায়ক ও দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০০৯ সালে অভিষেক হওয়া ম্যাথিউস টেস্টে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
দলে সুযোগ পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। স্কোয়াডে থাকা ৬ ক্রিকেটারের এখনো টেস্ট অভিষেক হয়নি। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচজন। তারা হলেন: সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, বিশ্ব ফার্নান্দো ও জেফরে ভ্যান্ডারসে। ওই সিরিজেই অবসরে যান দিমুথ করুনারত্নে।
গল টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াড:
পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, ইসিথা উইজেসুন্দারা।
টেস্ট অভিষেক হয়নি যাদের:
লাহিরু উদারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবান রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, ইসিথা উইজেসুন্দারা।