শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

হিলিতে কৃষক কৃষানীর মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৪:২৭ পিএম

আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২ হাজার ৪শ কৃষক কৃষানীর মাঝে
বিনামুল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচি আওতায় সোমবার (১৬ জুন) সকাল ১১টায় কৃষি অফিস চত্বরে কৃষক কৃষানীদের মাঝে এই বীজ ও সার বিতরণন করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় তাদের হাতে এসব তুলে দেন।

এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধানের বীজ ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। সেই সাথে কিভাবে এসব ধানের বীজ রোপন ও পরিচর্যা করতে হবে সে সম্পর্কে কৃষকদের পরামর্শ দেন কৃষি কর্মকর্তা।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত