দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)।
সোমবার (১৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামীকাল মঙ্গলবার (১৭ জুন) জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে।
এনটিআরসিএ সূত্র জানায়, বর্তমানে দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ রয়েছে ১ লাখ ১ হাজার ১৪২টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন স্কুল-কলেজে ৪৬ হাজার ৪১৪টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার ৭২৮টি শূন্যপদ রয়েছে।
আজ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও আবেদন শুরু হবে আগামী ২২ জুন। এদিন থেকে এনটিআরসিএ ও টেলিটকের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে ক্লিক করে প্রার্থীরা আবেদন করতে পারবেন।