রাজধানীর ডেমরা বক্সনগর এলাকার একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে রুমি আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে বক্সনগর হাজী রোডের দুতলা বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রুমির খালাত বোন মেহেরুন্নেছা জানান, ডেমরা বক্সনগরে তাদের নিজেদের বাড়ি। রুমি ও তার মা বকুল বেগম নিচতলায় থাকেন। বেশ কয়েক বছর আগে রুমির বাবা রুবেল মিয়া তাদের রেখে অন্যত্র চলে গেছেন। রুমি স্থানীয় একটি স্কুলের ৫ম শ্রেণিতে পড়ত।
মেহেরুন্নেছা আরও জানান, সোমবার সন্ধ্যায় ছাদে উঠে পানির ট্যাংকিতে পানি আছে কিনা তা দেখতে ছাদে যায় রুমি। সেখান থেকে নিচে পরে যায় সে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।