বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শূন্য থেকে ৪৫ দিনের শিশুর জন্ম সনদ বিতরণ অনুষ্ঠান

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৯:১৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে শূন্য থেকে ৪৫ দিনের মধ্যে শিশুদের জন্ম সনদ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ‍জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ এটি আয়োজন করেন। 

পরে নতুন শিশুদের নামে তৈরি জন্ম সনদ পত্র বাবা মায়ের হাতে তোলে দেওয়া হয়। এ সময় আনুষ্ঠানিক ভাবে ১০ জন শিশুর জন্ম সনদ তাদের পরিবারের কাছে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজিব আহমেদ। পরে শিশুদের জন্য উপহার বিতরণ ও পরিবারের মাঝে দুপুরের খাবার দেওয়া হয়।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও ব্যারিস্টার সজিব আহমেদ। 

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টি এস) ডা. শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব আলম, শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত