কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় সাথে থাকা তার চার শিশুর কোন ক্ষতি করেনি হাতির দল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসমত আরা বেগম ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শাহ আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল বন্য হাতি শাবকসহ ছাযরাখালী এলাকায় আসে। ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে আক্রমণের চেষ্টা করে। এ সময় ক্ষিপ্ত হয়ে একটি হাতি ঘরের চালা ভেঙে ঢুকে ইসমত আরাকে শুঁড় দিয়ে আছাড় দেয়। তবে ইসমত আরার চার শিশু মায়ের পাশে ছিল। তাদের কোন ক্ষতি হয়নি। এ সময় ইসমত আরার স্বামী স্থানীয় বাজারে অবস্থান করছিলেন।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই নারী রিজার্ভ বনের ভিতর ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করতেন। এলাকাটা হাতির বিচরণ ক্ষেত্র।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা করা হবে।