শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নোয়াখালীতে অস্ত্রসহ ইউনিয়ন যুবদল সভাপতি গ্রেপ্তার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৪:১৭ পিএম

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নে অভিযান চালিয়ে যুবদলের ইউনিয়ন সভাপতিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৪ জুন) ভোরে ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল ইসলাম রুবেল (৩৮) ওই এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাহিদের বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া ৩০৩ রাইফেলের সাত রাউন্ড গুলি, সাত রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি ও দা উদ্ধার করা হয়। এসব অস্ত্র ও গোলাবারুদ রুবেল নিজেই বের করে দেয় বলে যৌথবাহিনীর সূত্রে জানা গেছে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটখিল উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, জাহিদের কাছে অস্ত্র উদ্ধারের বিষয়টি একটি ষড়যন্ত্র। আগ্নেয়াস্ত্রটি মূলত তার ঘরের বাইরে পাওয়া গেছে। এটি পূর্ব পরিকল্পিত হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত