আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক-আলোকচিত্রী আনোয়ার হোসেন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে রাজধানীর পান্থপথের একটি হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
মৃত্যুকালে আনোয়ার হোসেনের বয়স হয়েছিল ৭০ বছর। তবে মৃত্যুর কারণ বিস্তারিত জানা যায়নি।
ফোনিক্স ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক পেজ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। আনোয়ার হোসেন ওই সংগঠনের একটি প্রতিযোগিতার বিচারক হিসেবে সম্প্রতি ফ্রান্স থেকে ঢাকায় আসেন। শনিবার ছিল ‘ইন্টারন্যাশনাল স্যালন ২০১৮’ শীর্ষক ওই আয়োজনের বিচার কার্যের শেষ দিন।
আনোয়ার হোসেন ১৯৪৮ সালের ৬ অক্টোবর রাজধানীর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি নটর ডেম কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে চিত্রগ্রহণের উপর ভারত থেকে ডিগ্রি নেন।
সূর্যদীঘল বাড়ী, এমিলের গোয়েন্দা বাহিনী, পুরস্কার, অন্য জীবন ও লালসালু সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আনোয়ার হোসেন। তার আলোকচিত্রের সংকলনের মধ্যে রয়েছে বাংলাদেশে ভ্রমণ, ঢাকা পোট্রেট ও উওমেন।