মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

তুরাগ তীরে তাবলিগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৯ পিএম

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠের দখল নিতে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার ফজরের নামাজের পরপরই মাওলানা সাদ ও মাওলানা জুবায়েরের অনুসারীরা ইট-পাটকেল, লাঠিসোটা নিয়ে এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কয়েক দফা সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সংঘর্ষের কারণে শনিবার সকাল থেকেই টঙ্গী, আব্দুল্লাহপুর ও বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয় র‌্যাব ও পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই তাবলিগ জামাতের মুসল্লিদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সাদ ও জুবায়েরপন্থিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

জুবায়েরপন্থি মুফতি মিজানুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, সাদপন্থিদের হামলায় তাদের কমপক্ষে ১০০ মুসল্লি আহত হয়েছেন। এ বিষয়ে সাদপন্থি কারো বক্তব্য পাওয়া যায়নি।

তবে আহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি পুলিশ। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ দেশ রূপান্তরকে জানান, সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত কেউ নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, “কোনো পক্ষেরই ইজতেমা ময়দানে অবস্থানের অনুমতি নেই। তাদের সবাইকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডব্লিউ ওয়াই বেলালুর রহমান দেশ রূপান্তরকে জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

তাবলিগ জামাতের দুই পক্ষের কোন্দলে জানুয়ারিতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত মাসে স্থগিত করা হয়। সর্বশেষ ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দপন্থিদের আবেদনে নির্বাচন কমিশন শুক্রবার এক আদেশে ৩০ ডিসেম্বর ভোটের আগে টঙ্গীর ইজতেমা মাঠে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে।

এর আগে দিল্লি মারকাজের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা পাঁচ দিনের জোড় ইজতেমা করার ঘোষণা দিলে দেওবন্দপন্থি মাওলানা জুবায়েরের অনুসারীরা ইতজেমা মাঠ দখল করে আশপাশে পাহারা বসায়।

এ অবস্থায় মাওলানা সাদের অনুসারীরা শুক্রবার ময়দানে ঢুকতে না পেরে আশেপাশের মসজিদে অবস্থান নেন। শনিবার ভোর থেকে সাদের অনুসারী শত শত মানুষ রাজধানীর দিক থেকে টঙ্গীর পথে রওনা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত