স্টিফেন কিং-এর জনপ্রিয় উপন্যাস ‘দ্য আউটসাইডার’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে মিনি সিরিজ। যার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন এমি অ্যাওয়ার্ডজয়ী অভিনেতা বেন মেনডেলসন। টিভি লাইনের এক প্রতিবেদনে জানা যায়, সিরিজটি প্রচার হবে এইচবিও চ্যানেলে। বর্তমানে চলছে দৃশ্যায়নের প্রস্তুতি।
চলতি বছরের মে মাসে প্রকাশ হওয়া উপন্যাসটির কাহিনী যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক বালককে হত্যার সূত্র ধরে। তদন্তে নামে একজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা ও প্রাইভেট গোয়েন্দা। প্রথমে ঘটনা খুবই সরল মনে হয়। পুলিশ প্রমাণসহ একজনকে গ্রেপ্তার করে। কিন্তু ধীরে ধীরে ঘটনা অন্য দিকে মোড় নেয়। অতিপ্রাকৃত কিছুর দেখা পান তদন্তকারীরা, যেমনটা বরাবরই স্টিফেনের গল্পে দেখা যায়।
তবে মেনডেলসন কোনো চরিত্রে অভিনয় করছেন এখনো জানানো হয়নি। ‘ওজাক’ তারকা জেসন ব্যাটেম্যানের সঙ্গে তিনি সিরিজটি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। প্রথম দুটি পর্ব পরিচালনাও করবেন জেমস। এছাড়া স্টিফেন কিং অন্য কোনোভাবে সঙ্গে জড়িত থাকবে কিনা জানা যায়নি।
নেটফ্লিক্সের ‘ব্ল্যাডলাইন’ সিরিজে ড্যানি রেবার্ন চরিত্রে অভিনয় করে এমি জয় করেন মেনডেলসন। তাকে আরও দেখা গেছে ডার্কেস্ট আওয়ার, রেডি প্লেয়ার ওয়ান ও রবিন হুড সিনেমায়।
বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে এগুচ্ছে এইচবিও। এর মধ্যে একটি ‘দ্য আউটসাইডার’। চ্যানেলটির অন্য একটি সিরিজে মাদক ব্যবসায়ী হিসেবে অভিনয় করবেন টেইলর কিচ। এছাড়া আরেকটি মিনি সিরিজে জমজ চরিত্রে অভিনয় করবেন মার্ক রাফেলো।