সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মনোনয়নপত্র বাতিল বিএনপির ষড়যন্ত্রে : আওয়ামী লীগ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৮ পিএম

একাদশ সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলকে দলটিরই ষড়যন্ত্র হিসেবে দেখছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের দাবি, বিএনপি জেনে-শুনেই বাতিল হতে পারে এমন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। এর মাধ্যমে নির্বাচন বানচাল ও প্রশ্নবিদ্ধ করাই দলটির লক্ষ্য।

আওয়ামী লীগ নেতাদের ভাষ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচন করতে হচ্ছে তাদের। তারা জানতেন, খালেদা নির্বাচন করতে পারবেন না। তারপরও তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আদালতে দণ্ডপ্রাপ্ত খালেদার মনোনয়নপত্র বাতিল হওয়াকে ইস্যু ধরে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছে বিএনপি নেতারা।

গণমাধ্যমের তথ্যানুযায়ী, রোববার খালেদা জিয়াসহ বিএনপির ধানের শীষ প্রতীকের ১৪১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি সমালোচনার জন্ম দিলেও ক্ষমতাসীনরা এটি হালকাভাবে নিচ্ছেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সোমবার দেশ রূপান্তরকে বলেন, “মনোনয়নপত্র বাতিলের বিষয়টি বিএনপির ষড়যন্ত্রের অংশ। বাতিল হতে পারে এমন ব্যক্তিদেরই বিএনপি জেনে-শুনে মনোনয়ন দিয়েছে। যাতে নির্বাচন কমিশন ও পুরো নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা যায়।” তিনি আরো বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার একটি নিয়ম রয়েছে। কেউ সেই নিয়মের ব্যত্যয় ঘটালে বাতিল হওয়া অনিয়ম নয়।”

বিএনপি জেনে-শুনেই এমনটা করেছে বলে দাবি করেন ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহও। তিনি বলেন, “বিএনপি শুরু থেকে নির্বাচন বানচালের চক্রান্ত করে যাচ্ছে।” তার দাবি, মনোনয়নপত্র বাতিলের ঘটনায় আওয়ামী লীগকে দোষারোপ করতে পারবে না বিএনপি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দায় তারা আওয়ামী লীগের উপর চাপাতে পারবে না। তারা জানত, তাদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে।

দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। বাতিল হতে পারে এমন প্রার্থীদের মনোনয়ন দিয়ে কমিশনকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছে দলটি।” তার দাবি, বিএনপি শুরু থেকেই নির্বাচন নিয়ে চক্রান্ত করে যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত