সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভোটের মাঠে খানাখন্দ খোঁড়ার চেষ্টায় ইসি: মির্জা ফখরুল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৫ পিএম

সুষ্ঠু নির্বাচনের পথে নির্বাচন কমিশন (ইসি) প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করে তিনি বলেন, বিএনপি ইসিতে চিঠি দিয়েছে যেন তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড দূরে থাকুক, এখন চেষ্টা করা হচ্ছে কীভাবে আরো খারাপ করা যায়। খানাখন্দ খোঁড়ার চেষ্টা করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে দলীয় নেতাকর্মী গ্রেফতারের সংখ্যা বেড়েছে। গত মঙ্গলবার পর্যন্ত এক হাজার নয় হাজার ৭২ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান মোতাবেক দায়িত্ব পালন করলে বিএনপি সহযোগিতা করবে। আর দায়িত্ব পালন করতে না চাইলে পদত্যাগ করুন।

আইন মন্ত্রণালয়ের সচিব সম্প্রতি জেলা দায়রা জজদের নিয়ে বৈঠক করেছেন অভিযোগ করে ফখরুল বলেন, বৈঠকে নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের জামিন না দেওয়ার নির্দেশ দেন তিনি। এই নির্দেশ সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত