লোকসভা ও রাজ্যসভা নির্বাচন ঘিরে ক্ষমতাসীন বিজেপির চেয়েও নিজেদের বেশি ‘হিন্দু’ প্রমাণ করতে চাইছে বিরোধী দল কংগ্রেস। ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই (এম) এর মুখপত্র ‘পিপলস ডেমোক্রেসি’ সরাসরি এমন আক্রমণ করেছে কংগ্রেসকে।
ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধি সম্প্রতি নির্বাচনী প্রচারণায় ছত্রিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে গেলে সেখানকার মন্দির পরিদর্শন করেন।
নির্বাচনী প্রচারণায় একের পর এক মন্দির পরিদর্শন সেইসঙ্গে বিপুল নেতাকর্মীর জমায়েতের কারণে এমন মন্তব্য করলো সাপ্তাহিক ‘পিপলস ডেমোক্রেসি’। সিপিআই’র সাবেক জেনারেল সেক্রেটারি প্রকাশ কারাত এটির সম্পাদক।
পত্রিকাটির সম্পাদকীয়তে লেখা হয়, আকস্মিকভাবে মন্দির পরিদর্শন করে কংগ্রেস আসলে বিজেপি থেকেও নিজেদের বেশি হিন্দু প্রমাণ করতে চাইছে।
এতে আরো বলা হয়, মধ্যপ্রদেশের কংগ্রেসের ইশতেহারে প্রতিটি পঞ্চায়েতে গোশালা স্থাপন ও বাণিজ্যিকভাবে গো-মূত্র বিক্রির প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সেইসঙ্গে তারা হিন্দু দেবতা রামের আশীর্বাদপুষ্ট হতে ‘রাম ভ্যান গমন যাত্রা’ শুরু করেছে। একইভাবে রাজস্থানে তাদের ইশতেহারে বলা হয়েছে, ক্ষমতায় গেলে তারা সমাজে বেদ শিক্ষা ও মূল্যবোধ সৃষ্টিতে একটি শিক্ষাবোর্ড গঠন করবে।
এছাড়া উম্মত্ত জনতার হাতে মুসলিমদের অন্যায়ভাবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলতেও কংগ্রেস নেতাদের অস্বস্তিকর মনে হয়েছে।
সম্পাদকীয়টিতে আরো বলা হয়, নমনীয় হিন্দুত্ববাদী আদর্শ প্রচারের মধ্যে যদি বিজেপিকে নির্বাচনে হারানোর চিন্তা করে তাহলে ভুল করবে কংগ্রেস। কারণ কৃষকদের দুর্দশা, কর্মসংস্থানের অভাব, নাগরিক সুবিধার ঘাটতি সেইসঙ্গে দুর্নীতির দায়ে এই তিন রাজ্যে বিজেপির এমনিতে ভরাডুবি হবে নির্বাচনে।
এদিকে তিন রাজ্যের নির্বাচনী প্রচারণা নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেও তামিলনাডুতে ডিএমকে এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে সিপিআই। মহারাষ্ট্রে জোট বাঁধতে ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে কথা চালাচালি চলছে সিপিআই’র। এনসিপি ইতোমধ্যে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে।