চিত্রনায়িকা মুনমুন। দীর্ঘদিন পর আবারও ফিরেছেন অভিনয়ে। তবে নায়িকা নয়, হাজির হয়েছেন খল নায়িকা হিসেবে। বর্তমানে তিনি কাজ করছেন ‘রাগী’ ও ‘তোলপাড়’ ছবিতে। এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা আজ সন্ধ্যায় হাজির হবেন দর্শকদের সামনে। কিন্তু দর্শকদের সামনে হাজির হয়ে কী বলবেন মুনমুন? জবাবে দেশ রূপান্তরকে মুনমুন জানান, ‘আজ সন্ধ্যায় একটি টিভি অনুষ্ঠানে হাজির হব। এ অনুষ্ঠানে আমি সিনেমা, নিজের ক্যারিয়ারসহ নানা বিষয়ে কথা বলব।’
মুনমুনের সঙ্গে এ অনুষ্ঠানে আরও থাকবেন নবাগত চিত্রনায়ক সনি রহমান। সনি জানান, আজ রাতে একটি সিনেমা বিষয়ক টকশোতে মুনমুনের সঙ্গে অংশ নেবেন। সনি বর্তমানে কাজ করছেন মুনমুন অভিনীত ‘তোলপাড়’ ছবিতে। এ ছবির নায়ক তিনিই। মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ ছবিতে মুনমুনকে ভিলেন হিসেবে দেখা যাবে। অনুষ্ঠানে সনি ও মুনমুন নিজেদের অভিনীত ছবি প্রসঙ্গেও কথা বলবেন।
রেজওয়ানুল কবির মাসুমের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তাসনিম জামান। সোমবার রাত ৭.৪৫ মিনিটে দেশ টিভিতে ‘সিনেমা এক্সপ্রেস’ নামের অনুষ্ঠানটি প্রচারিত হবে।