মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ইমরান হাশমির ছেলে ‘পুরোপুরি’ ক্যান্সারমুক্ত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০৮:৩৬ পিএম

পাঁচ বছর পর ছেলের শরীর থেকে পুরোপুরি ক্যান্সার দূর করতে সক্ষম হয়েছেন ইমরান হাশমি। বলিউড তারকা টুইটারে জানিয়েছেন, চিকিৎসকরা ছেলে আয়ানকে ঝুঁকিমুক্ত ঘোষণা করেছেন।

২০১৪ সালে ইমরানের চার বছর বয়সী ছেলের শরীরে ক্যান্সার ধরা পড়ে। সেই সময় প্রাথমিক স্টেজে ছিল।

‘আজ, পাঁচ বছর বাদে আয়ানকে ক্যান্সারমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে,’ জানিয়ে ইমরান সোমবার টুইটে লিখেছেন, ‘প্রার্থনা এবং শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ। ক্যান্সারের বিরুদ্ধে যারা লড়ছেন তাদের জন্য ভালোবাসা এবং প্রার্থনা থাকল। আশা এবং বিশ্বাস অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনি এই যুদ্ধে জিতবেন।’

সহকর্মীর এমন আনন্দের দিনে দিয়া মির্জা কমেন্টে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা তার মঙ্গল করুন। আয়ানের জন্য শুধু ভালোবাসা।’

ছেলের ক্যান্সার ধরা পড়ার পর কতটা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে ইমরানকে যেতে হয়েছে, তা তিনি লিখেছেন ‘দ্য কিস অব লাইফ: হাউ আ সুপারহিরো অ্যান্ড মাই সান ডিফিটেড ক্যানসার’ নামের বইয়ে। ছেলে আয়ান কীভাবে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে জয়ী হলো, সে বর্ণনাও পাওয়া যাবে এখানে।

বইয়ের বিক্রি থেকে পাওয়া অর্থ ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করা সংস্থায় দান করেন ইমরান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত