সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলার বাইরে আরেক মেলা চাঁদা তুলছে ‘পুলিশ-আনসার’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫১ এএম

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাশ ঘেঁষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যাওয়ার সড়কটির দুই দিকের ফুটপাতের ওপর সারি সারি বসেছে কসমেটিকস, সিরামিক, জুতা, কাপড় ও ঘর সাজানোর সামগ্রীসহ নানা বাহারি পণ্যের সব দোকান। এ ছাড়া মেলার প্রধান ফটকের সামনের ফুটপাতসহ আশপাশের সব সড়কের ফুটপাত জুড়েই হরেক রকমের টুকিটাকি পণ্য নিয়ে ভ্রাম্যমাণ দোকানিদের আনাগোনা। এ যেন মেলার বাইরে আরেক মেলা। গতকাল শুক্রবার গণভবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার ফুটপাতে মেয়েদের ওড়নার দোকান নিয়ে বসেছেন ইমন ও নীরব নামে দুই যুবক। ‘আনছে মামায় একশ, চায়না থেকে একশ, একের মাল একশ’ তালে তালে এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন তারা।

ইমন জানান, নিউমার্কেটের ফুটপাতে সারা বছর ব্যবসা করেন তারা। তবে গত সোমবার থেকে এখানে দোকান নিয়ে বসেছেন সড়কের ওপর। প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার ওড়না বিক্রি হচ্ছে তাদের। ইমনের ভাষ্যমতে, মেলার ভেতরে স্টল নেওয়ার সামর্থ্য নেই তার। এজন্য দৈনিক ১ হাজার টাকা চাঁদা দিয়ে এখানে ব্যবসা করছেন। চাঁদা কে নিচ্ছে? এমন প্রশ্নে পাশ থেকে নীরবের উত্তর, ‘হেইট্যা কওন যাইব না মামা’

নীরব ও ইমন না জানালেও কারুপণ্যের দোকানি রহিম জানালেন, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা, পুলিশ ও আনসারসহ কয়েক জায়গায় চাঁদা দিতে হয় তাদের। দোকান অনুপাতে চাঁদার পরিমাণও হয় ভিন্ন। তিনি প্রতিদিন লাইনম্যান, পুলিশ ও আনসারকে চাঁদা দেন প্রায় ১২০০ টাকা। দৈনিক সাকুল্যে বিক্রি হয় ৪ হাজার টাকার মতো। লাভ থাকছে কেমন প্রশ্ন করতেই রহিম বলেন, ‘লাভ নাই মামা, মেলায় প্রচুর মানুষের ভিড়, তয় আমগোর কাছে আহে না। আইলেও দাম দিবার চায় কম।’ প্রায় একই ধরনের কথা বললেন সিরামিক পণ্যের ব্যবসায়ী সুলতান মিয়া। তিনি বলেন, ‘মেলার চাইতে অনেক কম দামে বিক্রি করতাছি। চাইর হাজার ট্যাকা বিক্রি করলে চাঁদা দিয়া লাভ থাকে পাঁচশ ট্যাকা। ক্যামনে হউব!’ মেলার বাইরে দোকান বসানো ও চাঁদার বিষয়ে জানতে চাইলে মেলা আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুর রউফ দেশ রূপান্তরকে বলেন, ‘এটা আমাদের এখতিয়ারের বাইরে। সিটি করপোরেশন ও পুলিশ বিষয়টি দেখভাল করে। এরপরও আপনি যেহেতু আমাদের নজরে এনেছেন আমরা তাদের বলব।’

পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগ সম্পর্কে শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সী বলেন, ‘মেলা উপলক্ষে ডিএমপির সাড়ে পাঁচশ পুলিশ সদস্য সেখানে কাজ করছে। এর সবাই আমার থানার অধীনে নয়। আমার থানার কেউ চাঁদা নিচ্ছে এমন তথ্য আমার জানা নেই। তবে এ ঘটনা ঘটলে আমি দ্রুত ব্যবস্থা নেব।’

ছুটির দিনে মেলায় উপচে পড়া ভিড় : শুক্রবার দুপুরের পর মেলার মূল ফটকের সামনে গিয়ে দেখা যায়, মেলায় প্রবেশের টিকিট সংগ্রহ করতে সেখানে দর্শনার্থীদের দীর্ঘ লাইন। মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন টিকিট বিক্রেতারা। ভেতরেও দেখা গেল একই চিত্র। পুরো মেলার মাঠে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। মেয়েদের কসমেটিকস, ছেলেদের ব্লেজার-জুতা এবং গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের চাপে পা দেওয়ার জায়গা নেই। মেলা শেষের সাত দিন উপলক্ষে দোকানগুলোতে চলছে আকর্ষণীয় সব ছাড়ের অফার। ব্লেজারের দোকানগুলোতে চলছে ‘আখেরি অফার’। দোকানিদের দাবি এক সপ্তাহ আগেও যে ব্লেজার বিক্রি করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়। তবে ক্রেতারা বললেন ভিন্ন কথা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত