মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

গাজীপুরে ট্রাক-ভ‍্যানের সংঘ‌র্ষে চালকসহ নিহত ২

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২ এএম

ঢাকা-বাইপাস সড়কে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলু‌খোলা নাওটানা এলাকায় ট্রাক-কাভার্ডভ্যা‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন। শ‌নিবার দিবাগত রাত পৌনে ১০টার দি‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।

চালক জুয়েল (৩৫) এবং তার সহকারী রাসেলের (৩২) বাড়ি গোপালগঞ্জ সদর এর বাবুখালী এলাকায়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

নাওজোর হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, নাওটানা এলাকায় মীরের বাজার-কাঞ্চন সড়‌কে গাজীপুরগামী ট্রাকের স‌ঙ্গে বিপরীত দিক থেকে আসা এক‌টি কাভার্ডভ্যানের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লেই ট্রাক চালক নিহত হন। ট্রাক চালকের‌ সহকারী গুরুতর আহত হ‌ন। তা‌কে উদ্ধার ক‌রে ঢাকার আরসিয়ান হাসপাতা‌লে নি‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। 

ঘটনার পর ওই শাহাজালাল কোম্পানির কাভার্ডভ্যানটি রে‌খে চালক পা‌লি‌য়ে যান। ট্রাকে কেমিক্যাল ভর্তি ড্রাম ছিল। লাশ ও গাড়ি উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত