মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মৃত বাচ্চাকে জড়িয়ে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি মা ডলফিনের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২১ পিএম

মৃত বাচ্চাকে দীর্ঘ সমুদ্রপথ বয়ে নিয়ে যাচ্ছেন এক মা ডলফিন- এমন একটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। 

সংশ্লিষ্টরা জানান, বাচ্চাটি মারা যাওয়ার পরও তাকে মুহূর্তের জন্য কাছ ছাড়া করেনি মা ডলফিন।

ডলফিন বিশেষজ্ঞরা জানান, জন্মের কিছু পরেই মারা গিয়েছিল শাবকটি। কিন্তু, সেই ‘শোক’ মেনে নিতে পারেনি মা ডলফিনটি। তাই শাবকটিকে ছাড়তে  চায়নি সে। দিনের পর দিন আঁকড়ে ধরে সমুদ্রের বুকে ঘুরে বেড়াতে দেখা যায় মা ডলফিনটিকে।

গত মঙ্গলবার নিউজিল্যান্ড উপকূলের এই ছবিটি ধরা পড়ে। নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে জানান হয়েছে, সম্ভবত কোনো নৌযানের ধাক্কায় মৃত্যু হয় শিশু ডলফিনটির।

এ ঘটনার পর উপকূলে নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়। ডলফিনদের থেকে দূরত্ব বজায় রেখে চলাচল করার নির্দেশ দেওয়া হয়।

ডলফিন বিশেষজ্ঞরা জানান, এই প্রাণীর অনেক স্বভাবই মানুষের মতো। উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে প্রায় এক দশক ধরে গবেষণা চালিয়ে ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’ (ইউডব্লিউএ)-র বিজ্ঞানীরা জানিয়েছিলেন প্রেমিকাকে উপহার দেওয়ার চল রয়েছে গভীর সমুদ্রের এই বাসিন্দাদের মধ্যেও।

এবার নিউজিল্যান্ডের ঘটনা প্রমাণ করল তাদের স্বভাবের আরেকটি ‘মানবিক’ দিক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত