মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

উত্তর মেরু নেই আর উত্তরে

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪১ পিএম

পৃথিবীর উত্তরের চৌম্বকীয় ক্ষেত্র আর উত্তর দিকে নেই। গত কয়েক দশক ধরেই খুব দ্রুত উত্তর মেরু সরে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গত সোমবার বিজ্ঞানীরা জানান, প্রতি বছর উত্তর মেরু ৩৪ মাইল করে ঘুরে যাচ্ছে। ২০১৭ সালে উত্তর মেরুর রেখা সাইবেরিয়ামুখী কানাডার সীমারেখা থেকে অনেকটা সরে গেছে। এই সরে যাওয়ার ফলে কম্পাস, স্মার্টফোনসহ বেশ কিছু ইলেকট্রিক পণ্যে প্রভাব পড়বে। উত্তর মেরুর চৌম্বকীয় ক্ষেত্রের ওপর বিমান ও নৌ-চলাচল নির্ভরশীল। সেনাবাহিনীর প্যারাট্রুপাররাও উত্তর মেরুর রেখা ধরে অবতরণ করে মাটিতে। নাসা, ফেডারেল অ্যাভিয়েশন এবং যুক্তরাষ্ট্রের বন বিভাগও একে ব্যবহার করে। প্রতি পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক প্রশাসন এবং যুক্তরাজ্য সরকার উত্তর মেরুর অবস্থান হালনাগাদ করে। কিন্তু আগের তুলনায় দ্রুতগতিতে মেরুর অবস্থান সরে যাওয়ায় বিপত্তির শুরু হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত