কুষ্টিয়ার মিরপুরে মাটি চাপায় আকাশ (১২) ও তরিকুল (১২) নামের দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় লিখন (১০) নামের আরেক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোরদহ খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আকাশ স্থানীয় মন্টু মন্ডলের ছেলে এবং তরিকুল হাসেম আলীর ছেলে। আহত লিখন নাসির উদ্দিনের ছেলে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, ‘আকাশ, তরিকুল ও লিখন প্রতিবেশী আয়নালের জমি থেকে মাটি কাটায় সৃষ্ট গর্তের মধ্যে খেলা করছিল। এ সময় হঠাৎ উচু মাটির পাড় ভেঙে পড়ায় খেলারত শিশুরা মাটির নিচে চাপা পড়ে। টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আকাশ ও তরিকুলকে মৃত ঘোষণা করেন। আহত লিখন এখন হাসপাতালে চিকিৎসাধীন।