হঠাৎ সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার তা অনুসন্ধানের জন্য বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ে শিগগিরই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবস উদ্যাপন এবং এই দিনের আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে আয়োজিত বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।
সীমান্তের হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন, অনেক দিন ধরে সীমান্তে খুব ভালো পরিবেশ বজায় ছিল। হঠাৎ সীমান্তে কেন হত্যাকাণ্ড বেড়েছে, তা নিয়ে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান করা হবে। পাশাপাশি বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ে শিগগিরই বৈঠকও আহ্বান করা হবে। সীমান্তে যাতে আর কোন হত্যাকাণ্ড সংঘটিত না হয়, সে বিষয়টিতে জোর দেওয়া হবে। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গেও কথা বলেছেন তিনি।
সীমান্ত দিয়ে রোহিঙ্গা প্রবেশের বিষয়ে মন্ত্রী, আমরা প্রবেশের স্থানগুলো চিহ্নিত করে সীমান্তে আরও বিজিবি বাড়ানোর চিন্তা করছি। আশা করি শিগগিরই রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হবে।