ডাক্তার বলেছেন ডায়েট করতে। ট্রাম্প খান পেটপুরে। বলা হয়েছে নিয়মিত শরীর চর্চা করতে। ট্রাম্পের কাছে ওসব ‘শক্তির অপচয়’!
প্রিন্সিপাল ডেপুটি হোয়াইট হাউজ প্রেস সচিব হোগান গিদির বরাত দিয়ে এসব কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ডায়েটের বিষয়ে ট্রাম্পের এমন ‘বেশি বোঝা’ নিয়ে বিপাকে আছেন তার কর্মীরা।
৭২ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের কোলেস্টেরল বেশি। হার্টের সমস্যাও আছে বলে শোনা যায়। বার্ষিক চেকআপের সময় বছর খানেক আগে তাকে একটি ডায়েট চার্ট দেয়া হয়। ওভাল অফিসের প্রায় এক ডজন কর্মকর্তা জানিয়েছেন, চার্টের ধারেকাছ দিয়েও হাঁটেননি ট্রাম্প।
‘গত বছর তাকে ডায়েট করতে নির্দেশ দেন ডাক্তার। কিন্তু সেগুলো অনুসরণ করেন না। হোয়াইট হাউজের ফিটনেস রুমেও কখনো পা পড়েনি। শরীরচর্চাকে শক্তির অপচয় মনে করেন,’ বলছিলেন হোগান গিদি।
আরেক জন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্রাম্প এখনো ফাস্টফুড খান। সেই সঙ্গে রাতে লাল মাংস ছাড়া তার চলেই না।
ট্রাম্পের খাদ্যাভ্যাসের ধারণা পাওয়া যায় গত মাসে। ক্লেসন ইউনিভার্সিটির ফুটবল দল হোয়াইট হাউজে গেলে বার্গার, মুরগির মাংস দিয়ে তাদের স্বাগত জানান ট্রাম্প।