রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বঙ্গবন্ধু মেডিকেল

সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণকাজ শুরু

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৩২ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের ভবন নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল শনিবার বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ভবনের পিলারে কংক্রিট ঢেলে নির্মাণকাজের উদ্বোধন করেন। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিএসএমএমইউর অধীনে দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের অর্থায়নে নির্মাণাধীন এ হাসপাতালে উন্নত ও আন্তর্জাতিকমানের বিশেষায়িত চিকিৎসা পাবেন রোগীরা। ১৩ বিঘা জায়গায় ১৩ তলাবিশিষ্ট এই হাসপাতালে শয্যা ১০০০। ৩০ মাসের মধ্যে এ নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, উন্নত ও আন্তর্জাতিকমানের চিকিৎসাসেবার প্রতি মানুষের চাহিদা দিন দিন বাড়ছে। এ বাস্তবতায় সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের উদ্যোগ যথার্থ ও অত্যন্ত সময়োপযোগী। এর ফলে প্রতি বছর দেশের বাইরে চলে যাওয়া ৩০০-৪০০ কোটি টাকা সাশ্রয় হবে।

উপাচার্য জানান, নবনির্মিত হাসপাতাল ভবনের প্রথম ধাপে থাকবে স্পেশালাইজড অটিজম সেন্টারসহ ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, ইমার্জেন্সি মেডিকেল কেয়ার সেন্টারসহ অন্যান্য সেন্টার। দ্বিতীয় ধাপে জেনারেল সার্জারি, অফথালমোলজি/ডেন্টিস্ট্রি/ডার্মাটোলজিসহ অন্যান্য সেন্টার। সুপরিসর হাসপাতালে বহির্বিভাগ ও তথ্য কেন্দ্রের পাশাপাশি হসপিটাল ইনফরমেশন সেন্টার চালু থাকবে। এর মাধ্যমে রোগী ও হাসপাতাল পরিচালনা হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। রোগ নির্ণয়ের সর্বাধুনিক সুবিধা থাকবে। প্রতিদিন বহির্বিভাগে সেবা নিতে পারবে ২০০০-৪০০০ রোগী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত