ফুটপাতসহ সিটি করপোরেশনের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের চালানো এ অভিযানে প্রায় ৩৫০টি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার দেশ রূপান্তরকে বলেন, ‘ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার নেতৃত্বে চালানো অভিযানে মিরপুর ১ নম্বর গোলচত্বর, শাহ আলী মার্কেট এলাকা, মাজার রোডের দুই পাশ, কাঁচাবাজার গলি এবং কোনাবাড়ী বাসস্টপেজসহ আশপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় প্রায় ৪০ হাজার বর্গফুট জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।’ আজ মঙ্গলবার মিরপুর ১০ নম্বর এলাকায় একই ধরনের অভিযান চালানো হবে বলে জানান সাজিদ আনোয়ার।
এদিকে আগে থেকে না জানিয়ে হঠাৎ অভিযান চালানোয় বিপাকে পড়েন ব্যবসায়ীরা। অনেকেই তাদের মালামাল সরানোর সুযোগ পাননি। কাঁচাবাজারের ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এ ধরনের অভিযান চালানোর আগে কোনো নোটিশ না দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।জানতে চাইলে ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেন, ‘নোটিশের তো প্রশ্নই আসে না, কারণ এটা অবৈধ স্থাপনা। সিটি করপোরেশনের রাস্তার ওপর স্থাপনা তৈরি করে তারা জনগণের চলাচলে বিঘœ সৃষ্টি করেছে। তাদের ইজারা বা মৌখিকভাবেও অনুমতি দেওয়া হয় নাই। তাহলে নোটিশ দিতে হবে কেন?’ উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনে চিন্তাভাবনা করা হচ্ছে জানিয়ে জামাল মোস্তফা আরও বলেন, ‘তাদের জন্য সন্ধ্যাকালীন এবং কিছু হলিডে মার্কেট করার পরিকল্পনা আমাদের আছে। তবে এটা করতে সময় লাগবে।’ স্থানীয় সাংসদ আসলামুল হক এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী টিপু সুলতান অভিযানে উপস্থিত ছিলেন।