তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শিগগিরই নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশ করা হবে। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে খুলনা-৪ আসনের সংসদ সদস্য সালাম মূর্শেদীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, নবম ওয়েজবোর্ড গঠনের পর গত ১ মার্চ ২০১৮ থেকে সব গণমাধ্যমকর্মীকে ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে। ওয়েজবোর্ডের রোয়োদাদের সুপারিশ পরীক্ষা করে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে।জাতীয় পার্টির এমপি নাসরিন জাহান রত্নার এক সম্পূরক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সব অনলাইন গণমাধ্যমকে অনলাইন নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে। আরেক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু বেসরকারি টেলিভিশনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের বিষয়ে আমরা ওয়াকিবহাল। কয়েক দিনের মধ্যে টেলিভিশন চ্যানেলগুলোর মালিক ও নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বসব। চ্যানেলগুলোতে যাতে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন না করা হয় সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে।’