বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ইমামতি ছেড়ে ইয়াবা ব্যবসায়!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৮ পিএম

কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস থেকে ওমর ফারুক (৪৪) নামে এক ইমামকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি জানান, বাড়তি আয়ের আশায় ইমামতি ছেড়ে ইয়াবা ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি।

গ্রেপ্তার ইমাম ১৫ বছর ঢাকার ধামরাইয়ের হরিদাসপুর ধোপের বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন এবং একই এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে জানায় পুলিশ।

তিনি ঢাকার জেলার ধামরাই থানার বেংরোয়া ওমর ফারুকের বাড়ির বাসিন্দা ।

মঙ্গলবার গভীর রাতে তাকে ব্রীজঘাট এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরের কাছে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, ‘ওমর ফারুকের শরীর তল্লাশি করে কোমর ও পাঞ্জাবির পকেটে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় হলুদ রঙের কাপড়ের শপিং ব্যাগ থেকে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওমর ফারুক জানিয়েছেন, তিনি কক্সবাজারের টেকনাফের ইয়াবা বিক্রেতা সাগর নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা নিয়ে ঢাকার সৈকত নামে আরেক ব্যক্তির কাছে পৌঁছে দেন। বিনিময়ে তিনি প্রতি চালানে ১৫ হাজার টাকা করে পান। তাই  ইমামতি ছেড়ে বাড়তি আয়ের জন্যই ইয়াবা পাচারে যুক্ত হয়েছেন। এর আগেও তিনি সাগরের নিকট থেকে ইয়াবা নিয়ে পাচার করে বলে জানায় পুলিশের কাছে ।

তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত