মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

বলিউডের আক্রমণের মুখে পাকিস্তানি অভিনেতার পাশে তাপসী

আপডেট : ০১ মার্চ ২০১৯, ০৪:১৬ পিএম

বলিউডের বেশ কয়েক সিনেমায় অভিনয় করেছেন পাকিস্তানি তারকা আলী জাফর। কয়েক দিন আগে এক টুইটে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন তিনি।

এর পর থেকেই বলিউডের অনেকে আলীর বিরুদ্ধে সমালোচনায় নেমেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোলডও হয়েছেন তিনি।

তবে পাল্টা টুইটে আলীকে সবচেয়ে বেশি আক্রমণ করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। এ সময় প্রকাশ্যে আলী জাফরের পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী তাপসী পান্নু।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলী জাফরের বিরুদ্ধে এমন ব্যবহার খুবই দুঃখজনক।

তাপসীর বক্তব্য, মানুষ কী করে ভেবে বসলেন নিজে পাকিস্তানি হয়ে অন্য কোনো দেশকে সমর্থন করবেন আলী জাফর।

তার মতে, আলীকে ভারতীয় সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে। তা নিয়ে কারো কোনো সমস্যা নেই। কিন্তু আলী যদি নিজের দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমর্থন না করতেন, তাহলে সে দেশে তার কী অবস্থা হতো, তাও একবার ভেবে দেখতে বলেছেন অভিনেত্রী।

তাপসীকে পরবর্তীতে দেখা যাবে সুজয় ঘোষ পরিচালিত ‘বদলা’য়। এই ছবিতে তিনি আরও একবার স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ৮ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত