সরকারিসহ সকল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র পরিষদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে তারা।
মানববন্ধনে চাকরিপ্রত্যাশীরা বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়সের সীমাবদ্ধতার কারণে একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ শিক্ষা শেষে অর্জিত জ্ঞান কাজে লাগাতে পারছেন না। তাই উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা প্রয়োজন। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আমরা সফলতা অর্জন করতে পারি।’
মেধাকে বয়সের ফ্রেমে বন্দী করে রাখা যায় না উল্লেখ করে তারা বলেন, ‘সরকারি নিয়ম অনুসরণের ফলে বেসরকারি ব্যাংকসহ বহুজাতিক কোম্পানিগুলোতে ৩০ বছরের বেশি বয়সী কাউকে নিয়োগ দেওয়া হয় না। ফলে বেসরকারি ক্ষেত্রেও কর্মের সুযোগ সংকুচিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের কর্মক্ষমতা ও গড় আয়ু বাড়লেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হচ্ছে না। তাই বিষয়টি বিবেচনা করে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি আল আমিন রাজু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা আবু বকর, ফাজরিয়া নাজমীন, শেখ ফয়সল প্রমুখ।