ফরিদপুর জেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও একটিতে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেলোয়ারা বেগম। তিনি পেয়েছেন ৯ হাজার ১০৫ ভোট।
ফরিদপুর সদরের চানপুর ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার। তিনি পেয়েছেন, ৪ হাজার ৫৯৯ ভোট। মধুখালীর নওপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল হাসান আনারস প্রতীকে নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট। জাহিদুল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। ওই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়, সাধারণ সদস্য পদে ৭২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।