পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থ সরানোর দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নাগরিক সমাবেশ করেছে। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।
বাপার সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন বলেন, ‘চকবাজার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রথম সপ্তাহে সরকারের যে উদ্যোগ ছিল তা এখন ঝিমিয়ে পড়ছে। এক সময় বলা হয়েছিল, কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। এখন আবার নানা জায়গাতে যাওয়ার কথা আলোচনায় আসছে। এতে বোঝা যাচ্ছে, আবাসিক এলাকার কেমিক্যাল কারখানা, গুদাম, দোকান সরানো নিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক নেতাদের লবিং শুরু হয়েছে।’