বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

এমপি নিক্সনের বিরুদ্ধে অভিযোগ তুলে ফরিদপুর আ.লীগের সংবাদ সম্মেলন

আপডেট : ০২ মার্চ ২০১৯, ০৭:৫২ পিএম

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।

শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

এ সময় ফরিদপুর-৪ আসনের (ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন) আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সদরপুর উপজেলায় আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শায়েদীদ লিপু সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ।

লিখিত অভিযোগে বলা হয়, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরই এমপি নিক্সন চৌধুরী বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং সে সমস্ত অনুষ্ঠানে তার সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৬ এর ২ (১৪) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

লিখিত বক্তব্যে বলা হয়, তিনি (এমপি) নির্বাচন কমিশনের এই নিষেধাজ্ঞা সত্ত্বেও কমিশনের এ আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর একের পর এক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, এমপি তার মুঠোফোনে তিন উপজেলার আ.লীগের নেতা কর্মীদের তার পক্ষে কাজ করার জন্য চাপ দিচ্ছেন। এমনকি তিনি অর্থের প্রলোভন দেখিয়ে আ.লীগ নেতা কর্মীদের হাত করার চেষ্টা করছেন।

এ সময় উপস্থিত  আওয়ামী লীগের নেতারা বলেন, এমপি সাহেবের এ কর্মকাণ্ড সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করবে।

সদরপুর উপজেলায় আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শায়েদীদ গামাল জানান, গত ২৪ ও ২৫ ফ্রেবুয়ারি এমপি নিক্সন চৌধুরীর সদরপুর উপজেলায় তার সমর্থিত প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙা উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আকরামুজ্জামান, চরভদ্রাসন উপজেলা আ.লীগের মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.  কাওসার, সদরপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ফকির আব্দুস সাত্তার, সদরপুর উপজেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান খান প্রমুখ।

এ বিষয়ে ফরিদপুর -৪ আসনের স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেনি ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত