মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

রোহিঙ্গাদের অধিকার আদায়ে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ওআইসি

আপডেট : ০৪ মার্চ ২০১৯, ০৫:৪৯ পিএম

রোহিঙ্গাদের অধিকার এবং তাদের ওপরে নিপীড়নের জবাবদিহি চেয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) যাচ্ছে মুসলিম রাষ্ট্র সমূহের সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

ইউএনবি জানায়, দীর্ঘ আলোচনা ও মধ্যস্থতা শেষে আইসিজের মাধ্যমে, মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠী রোহিঙ্গাদের প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের বিচার জবাবদিহি চাইতে একটি রেজুলেশন আনে ওআইসি।

সোমবার পররাষ্ট্র দপ্তর এক প্রেস বার্তায় জানায়, জাম্বিয়ার নেতৃত্বে দশ সদস্য বিশিষ্ট শক্তিশালী একটি মন্ত্রিপরিষদ কমিটি এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ওআইসি কাউন্সিলে একটি বিশেষ দলের নেতৃত্ব দেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।

রেজুলেশনে আন্তর্জাতিক আইনে গণহত্যা কনভেনশন এবং অন্যান্য মানবাধিকার ও মানবিক সহায়তা নীতির ওপর আইনি অধিকার প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

আবুধাবিতে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৬ তম কাউন্সিলের সর্বশেষ কাউন্সিলে পূর্ণাঙ্গ এ রেজুলেশন প্রস্তাব গৃহীত এবং পাশ হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত