সরকার শ্রমভিত্তিক অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ফিউচার অব রোবোটিকস অ্যান্ড দ্য অপরচুনিটি ফর বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও চ্যানেল আই-এর যৌথ উদ্যোগে আরআই খান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেদী শামস। রোবোটিক্স বিভাগের চেয়ারপারসন ড. লাফিফা জামাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।