মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

সব প্রতিষ্ঠানে যৌন হয়রানিবিরোধী কমিটি গঠনের দাবি

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৩:২৯ এএম

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পোশাক শিল্পসহ সব কর্মক্ষেত্রে যৌন হয়রানিবিরোধী কমিটি গঠনের দাবি জানিয়েছেন নারীনেত্রী ও সংগঠকরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে কর্মজীবী নারী ও মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এ সময় কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি সংসদ সদস্য শিরীন আক্তার বলেন, ‘উন্নত দেশ ও জাতি গঠন করতে হলে আগে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। যৌন নির্যাতন বন্ধ করতে হবে। এজন্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।’

সংগঠনটির সভাপতি উম্মে হাসান ঝলমল বলেন, ‘নারীরা সমাজে নির্যাতিত হলেও চুপ করে থাকে, প্রতিবাদ করে না। এর অন্যতম কারণ সমাজ ব্যবস্থা।’

মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায় বলেন, ‘যখন কোনো নারী নির্যাতিত হয়, তখন তার চরিত্রে আঘাত আসে, সবাই বলতে থাকে চরিত্রহীন। আমাদের সমাজব্যবস্থা নারীকে অন্য দৃষ্টিতে দেখতে থাকে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক, সদস্য ডা. প্রতিমা পাল মজুমদার প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত