‘মাখনা’ শিরোনামের গানের জন্য রোষের মুখে পড়লেন ভারতীয় গায়ক হানি সিং। তার বিরুদ্ধে নোটিশ জারি করেছে পাঞ্জাবের নারী কমিশন। পুলিশের কাছেও গেছে অভিযোগ।
নারী কমিশনের চেয়ারপারসন মণীষা গুলাটি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল ও অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে অভিযোগ করেছেন তিনি।
লিখিত অভিযোগে জানিয়েছেন, পাঞ্জাবি র্যাপার হানি সিং তার গানে এমন কিছু কথা ব্যবহার করেছেন, যা নারীদের জন্য অত্যন্ত অপমানজনক।
সম্প্রতি প্রকাশ্যে আসা ‘মাখনা’র একটি পঙ্ক্তি এমন– ‘ম্যায় হুঁ ওম্যানাইজার’। আরেকটি লাইন-‘সিলিকন ওয়ালি লড়কিয়োঁকো ম্যায় পটাতা হুঁ’। এই সব কথা নিয়েই আপত্তি তুলেছেন মণীষা।
অভিযোগে আরও লেখেন, এমন লিরিক্সের জন্য গানটির প্রকাশক টি-সিরিজের ভূষণ কুমার, গায়ক হানি সিং ও গায়িকা নেহা কক্করের বিরুদ্ধে পুলিশি তদন্ত হওয়া দরকার। নারীদের অপমান করেছেন তারা। সহজে ছেড়ে দেওয়া উচিত নয়।
ভূষণ কুমার ও হানি সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের কথাও বলেন মণীষা। সেন্সর বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। পাঞ্জাবে গানটির ওপর নিষেধাজ্ঞার দাবি তুলে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন।
২০১৩ সালেও একবার গানের লিরিক্স নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হানি সিং। ওই গানটিতে লিখেছিলেন, ‘ম্যায় হুঁ বলৎকারি’। ‘লাক ২৮’, ‘ব্লু আইজ’, ‘কিকলিকালেরেদ্রি’ ও ‘ব্লাউন রং’ গান নিয়েও বিতর্ক কম হয়নি।