রাজনৈতিক আশ্রয়ের জন্য নৌকা চড়ে ভারতে পালিয়ে আসেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিব আবদুল গফুর। তবে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কোস্ট গার্ড।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মালদ্বীপের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট তামিলনাডুর তুতিকোরিন বন্দর দিয়ে প্রবেশের চেষ্টা চালান বলে শনিবার পুলিশ জানায়।
দুর্নীতির অভিযোগ এনে আহমেদ আদিবকে গৃহবন্দি করে রেখেছে মালদ্বীপ সরকার। এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যোগসাজশেরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বেআইনিভাবে ভারতে ঢোকার চেষ্টা করায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় আহমেদ আদিবকে। দুইদিন পর দ্বীপের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে তিনি সহ নৌকায় থাকায় ৯ জন সহকর্মীকেও।
২০১৫ সালে সবচেয়ে কম বয়সে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হন আহমেদ আদিব। পরের বছরই প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে লক্ষ্য করে একটি বোমা হামলার সঙ্গে যোগসাজশের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।
তিনি দেশটির পর্যটন মন্ত্রীও ছিলেন, এ ছাড়াও ইকোনমিক কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
গৃহবন্দি অবস্থা থেকে কী ভাবে তিনি দেশ থেকে পালিয়ে ভারতে এলেন, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে মলদ্বীপের প্রশাসন।