মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ঝিনাইদহে ৪টি বিদেশি পিস্তলসহ অস্ত্র কারবারি আটক

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৭:৫১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার একটি আসবাবের দোকানে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৩টি গুলিসহ জোয়েব হোসেন শাকির (৪২) নামে এক অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক জোয়েব হোসেনের বাড়ি যশোরের বারান্দিপাড়া এলাকায়।

ঝিনাইদহ র‌্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সব অস্ত্র, গুলি, ম্যাগাজিনসহ জোয়েবকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি পেশায় ইজিবাইকের ব্যাটারি ব্যবসায়ী। ব্যাটারির ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন থেকে অস্ত্রের কারবার করে আসছিলেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত