বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রাজধানীতে বেপরোয়া মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৫:২৮ পিএম

রাজধানীর শেরেবাংলা নগরে মাইক্রোবাসের ধাক্কায় হেলাল (৫০) নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।

রবিবার সকাল ১১টার দিকে শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত ছিলেন হেলাল। তার বাড়ি গাজিপুর কালিয়াকৈর থানা এলাকায়। থাকতেন ট্রাফিক ব্যারাকে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ জানান, আজ সকালে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় দায়িত্বরত অবস্থায় ছিলেন হেলাল। হাসপাতালের সামনে একটি মাইক্রোবাসকে থামার সিগন্যাল দেন তিনি। তখন একবার গাড়িটি থামলেও পরক্ষণেই বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এরপর সে রাস্তায় পড়ে গেলে গাড়িটি চালক তার ওপর দিয়ে চালিয়ে চলে যায়।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে সিলভার রঙের ঘাতক মাইক্রোবাসটি আটক করা যায়নি। গাড়িটি আটকের চেষ্টা চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত