শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

অতিমারীর অভিঘাত বেশি যুবসমাজের ওপরে

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:৪৭ এএম

চলমান কভিড-১৯ অতিমারীর অভিঘাত সবচেয়ে বেশি পড়েছে দেশের যুবসমাজের ওপরে। অভিঘাতের মাত্রা ভিন্ন ভিন্ন। প্রান্তিক এবং পিছিয়ে পড়া যুবগোষ্ঠীর ওপরে এর মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব এবং প্রযুক্তিগত বৈষম্য এ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিযুক্ত বা বিচ্ছিন্ন যুবসমাজে পরিণত করছে। যুবসমাজের এই বিচ্ছিন্নতাবোধ সমাজে নানা অসংগতি তৈরি করছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যুবসমাজের এই বিচ্ছিন্নতার গভীর বিশ্লেষণ করা প্রয়োজন।

গতকাল বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এবং ইউএনডিপি বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের বিযুক্ত যুবসমাজ : কে, কেন এবং কীভাবে?’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এসব কথা বলেন বক্তারা।

সংলাপে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিযুক্ত বা বিচ্ছিন্ন যুবসমাজ নিয়ে এই আলোচনায় চার বিষয় বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। এগুলো হচ্ছে ‘বিযুক্ত যুবসমাজ’ একটি অর্থবহ প্রত্যয় কি না? বিযুক্ত, বিচ্ছিন্ন বা অসংযোজিত এই যুবসমাজকে কীভাবে সংজ্ঞায়িত করা যায়; বিযুক্ত বা বিচ্ছিন্ন যুবসমাজের অন্তর্ভুক্ত কারা এবং কেন? অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থা থেকে তরুণদের বিযুক্ত বা বিচ্ছিন্ন হওয়ার কারণ পর্যালোচনা এবং গতানুগতিক যুবকেন্দ্রিক প্রতিষ্ঠান ও নীতির পাশাপাশি এই বিযুক্ত বা বিচ্ছিন্ন যুবসমাজের জন্য অর্থবহ ও কার্যকর সমাধান অনুসন্ধান। তিনি আরও বলেন, পিছিয়ে পড়া এবং বিযুক্ত যুবদের আলাদা করে দেখতে হবে।

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি জলবায়ু পরিবর্তন পরিস্থিতি তুলে ধরে বলেন, টেকসই খাদ্য উৎপাদন ও আহরণের ক্ষেত্রে যুবদের সামনে এগিয়ে আসতে হবে। করোনা বাস্তবতায় যুবদের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন তিনি। বলেন, বর্তমান পরিস্থিতিতে যুবদের উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হলে ইন্টারনেটের আওতা বাড়াতে হবে। তথ্যের প্রবেশগম্যতায় জোর দিতে হবে। যুবদের কাছে দক্ষতা ও চাকরি সম্পর্কিত সঠিক তথ্য পৌঁছে দিতে হবে।

উন্নয়ন অর্থনীতিবিষয়ক গবেষক মাহা মির্জা বলেন, নীতি পরিকল্পনা ও আলোচনায় দেশের যুবসমাজের জন্য থাকা চ্যালেঞ্জগুলো মোকাবিলার উদ্যোগ নেই। সব যুবগোষ্ঠীকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রক্রিয়ায় দেখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত