শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

ঢাবিতে ভর্তি পরীক্ষা

যানজটে পড়ে পরীক্ষা দিতে না পেরে প্রবেশপত্র ছিঁড়লেন ছাত্রী

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১:২৬ পিএম

যানজটের কারণে ২৫ মিনিট দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারেননি তিথি রায়।

এতে কষ্টে কেন্দ্রের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে ক্ষুব্ধ তিথি প্রবেশপত্র ছিঁড়ে স্বজনদের নিয়ে স্থান ত্যাগ করেন। গতকাল শনিবার সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

তিথির মা গীতা রায় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নে তার মেয়ে দিনরাত পড়াশোনা করেছে। আজ (গতকাল) পরীক্ষার জন্য খুব ভোরে মেয়েকে নিয়ে গোপালগঞ্জ থেকে বরিশালের উদ্দেশে রওনা হন তারা। কিন্তু বরিশাল নগরীর চৌমাথা ও সাগরদি এলাকায় যানজটে পড়ে কেন্দ্রে আসতে তাদের বেলা ১১টা ২৫ মিনিট বেজে যায়। নিয়মের কথা বলে তিথিকে পরীক্ষা দিতে দেয়নি কর্র্তৃপক্ষ। এজন্য ক্ষোভে-দুঃখে সে প্রবেশপত্র ছিঁড়ে ফেলে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘বিধি অনুযায়ী পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসতে হবে। তিথি রায় নামে একটি মেয়ে অনেক পরে আসেন।

বিষয়টি জানানো হলে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত