বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জিতে আশা বাঁচিয়ে রাখল মুম্বাই

আপডেট : ২১ মে ২০২৩, ০৭:৫৬ পিএম

বড় ব্যবধানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে মুম্বাই ইন্ডিয়ানস তা টপকে গেছে অনায়াসেই। ঝড়ো একটা শতক তুলেছেন ক্যামেরুন গ্রিন। তাতে দুই ওভার হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই। শেষ ম্যাচে জয় তুলে নিজেদের কাজটা সেরে রেখে দিলেন রোহিত শর্মারা।

এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হটিয়ে মুম্বাই উঠে গেছে পয়েন্ট তালিকার ৪ নম্বরে। তাদের পয়েন্ট এখন ১৬। রাতের ম্যাচে গুজরাট টাইটানসের কাছে ব্যাঙ্গালোর হারলেই প্লে অফ নিশ্চিত হবে সূর্যকুমার যাদবদের।

রোহিতদের ঘরের মাঠ ওয়াংখেড়েতে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। তাদের ছুঁড়ে দেওয়া ২০১ রানে জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ১৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে সেই রান টপকে যায় তারা। ক্যামেরুন গ্রিন ১০০ রানে অপরাজিত থাকেন। ৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ব্যাক্তিগত শতরান পূর্ণ করেন ক্যামেরন গ্রিন। চলতি আইপিএল দ্রুততম সেঞ্চুরির করার নজির গড়েন গ্রিন। এছাড়া রোহিত শর্মা ৩৭ বল খেলে ৫৬ রান করে আউট হন। সূর্যকুমার অপরাজিত থাকেন ১৬ বলে ২৫ রান করে।

হায়দরাবাদের হয়ে উইকেট দুটি সংগ্রহ করেন ভুবনেশ্বর কুমার ও মায়াঙ্ক ডাগার। ভুবন ২৬ রান খরচ করলেও ডাগার দিয়েছেন ৩৭ রান।

এর আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। তার ব্যাট থেকে আসে ৮টি চার ও ৪টি ছক্কা। এছাড়া ভিভ্রান্ত শর্মা ৪৭ বলে ২ ছক্কা ও ৯ চারে ৬৯ রান করেন।

মুম্বাইয়ের হয়ে ৪টি উইকেট শিকার করেন আকাশ মাধওয়াল। ৪ ওভার বল ঘুরিয়ে ৩৭ রান খরচ করেন তিনি। এছাড়া ৪২ রান খরচা করে ক্রিস জর্ডান নিয়েছেন একটি উইকেট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত