আইপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটানসকে ১৭৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। এই রান টপকাতে পারলে ফাইনাল নিশ্চিত করবে হার্দিক পান্ডিয়ার দল। টানা দ্বিতীয়বার ফাইনালে নাম লেখাবে তারা।
টস জিতে হার্দিক চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠান। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল চেন্নাই। ঋতুরাজ গাইকোয়াদ ও ডেভন কনওয়ে মিলে ৮৭ রানের উদ্বোধনী জুটি। ঋতুরাজ করেছেন অর্ধশতক। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬০ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। ডেভন কনওয়ে করেছেন ৪০ রান। তবে মিডল অর্ডাররা তাদের সেই ধারবাহিকতা রাখতে পারেননি।
যদিও শেষদিকে ঝড় তোলার চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা (২২) ও মঈন আলি (৯)। তাতে ১৭২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে চেন্নাই।
গুজরাটের হয়ে মোহাম্মদ শামি ২৮ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন। ৩১ রান দিয়ে মুহিত শর্মা নিয়েছেন আরও ২ উইকেট। এছাড়া দর্শন নালকান্দে, রশিদ খান, নুর আহমেদ পেয়েছেন একটি করে উইকেট।